মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
বিচার সংস্কার, গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবিতে নীলফামারীতে আলোচনা সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে এনসিপি’র নীলফামারী জেলা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল মজিদ সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সংগঠক আবু সাঈদ লিওন।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুগ্ম সমন্বয়কারী শাহ আজিজুর রহমান ও মোহাইমিনুর রহমান সানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, সাবেক সদস্য সচিব আলিফ সিদ্দিক প্রান্তরসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, দেশের বিচারব্যবস্থা দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে জনগণের আস্থার সংকটে ভুগছে। এই অবস্থার পরিবর্তনে জরুরি ভিত্তিতে বিচার ব্যবস্থার সংস্কার অপরিহার্য।
তারা আরও বলেন, দেশের জনগণের সার্বিক মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে গণপরিষদ নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই। পাশাপাশি জনগণের মৌলিক অধিকার ও সাম্যের ভিত্তিতে নতুন সংবিধান প্রণয়নই সময়ের দাবি।
নেতৃবৃন্দ মনে করেন, সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে জনগণের ভোটাধিকার, বিচারিক স্বাধীনতা এবং সাংবিধানিক কাঠামোতে সংস্কার ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়।
আলোচনা শেষে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এসব দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।