মোঃ বাদশা প্রামানিক, নীলফামারীপ্রতিনিধিঃ
নীলফামারীতে উদয়াঙ্কুর সেবা সংস্থার আয়োজনে বালিকাদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে জেলা সদরের ককই বড়গাছা পিসি উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচে অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা ডিয়াকনিয়ার অর্থায়ন এবং উন্নয়ন সংস্থা ইউএসএস প্রাগ্রসরের সহযোগিতায় উদয়াঙ্কুর সেবা সংস্থা ম্যাচটির আয়োজন করে।ম্যাচে ককই বড়গাছা পিসি উচ্চ বিদ্যালয়ের বালিকা দল ও দুবাছুড়ি উচ্চ বিদ্যালয় বালিকা দল অংশগ্রহণ করে। বড়গাছা উচ্চ বিদ্যালয় বালিকা দল,দুবাছুড়িউচ্চ বিদ্যালয়ের বালিকা দলকে ৫-০ গোলের বিরাট ব্যবধানে পরাজিত করিয়া চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লক্ষীচাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাশেম।সেখানে আরো দাতা সংস্থা উদয়াঙ্কুরেন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে, আবুল হাসান বলেন,”সুস্থ দেহ সুস্থ মন” সুস্থ দেহের জন্য শরীরচর্চা বা খেলাধুলার কোন বিকল্প নেই। আজ বাংলাদেশে তথ্য প্রযুক্তির(মোবাইল ফোনের) বিনোদনের কারণে, মাঠে ময়দানে খেলাধুলার মাধ্যমে বিনোদন ও শরীর গঠনের প্রতি তরুণ প্রজন্মের বড়ই অনীহা। তরুণ প্রজন্মকে মাঠে ময়দানে এনে খেলাধুলার মাধ্যমে বিনোদনের আয়োজন করায় আয়োজক কমিটির ভূয়োষি প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের ফুটবলে পুরুষ দলের চেয়ে মহিলা দলের ভবিষ্যৎ উজ্জল। আমরা এভাবে মহিলাদের অনুপ্রাণিত করতে পারলে ফুটবলে মহিলা দল আগামীতে নারী ক্রিকেটারদের মতো আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন শিরোপা জয় লাভ করে আনবে। তাই আমাদের সকলের উচিত দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এই ধরনের আয়োজন বেশি বেশি করা।
আয়োজকরা জানান, জেন্ডার সমতা আনায়নের লক্ষ্যে উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে বালিকাদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।আমরা আগামীতে নারীদের বিভিন্ন খেলাধুলায় উৎসাহ দিতে এই ধরনের আয়োজন অব্যাহত রাখব।