সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:
আসন্ন এশিয়া কাপ ক্রিকেট (২০২৫) উপলক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ১৭ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন দেশের অন্যতম সেরা উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। অভিজ্ঞতা ও তরুণের সমন্বয়ে গড়া এই দলকে ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
ঘোষিত বাংলাদেশ স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।
দলে অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়:
বাংলাদেশের ব্যাটিং লাইনআপে রয়েছে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য লিটন দাস, তৌহিদ হৃদয় এবং সাইফ হাসানের মতো ব্যাটার। পাশাপাশি তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের মতো তরুণরা দলে এনে দিয়েছে নতুন উদ্যম ও আগ্রাসন।
বোলিং আক্রমণ আরও শক্তিশালী:
গতি ও অভিজ্ঞতায় ভরপুর মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং তানজিম সাকিবের উপস্থিতি পেস আক্রমণকে করেছে সমৃদ্ধ। অন্যদিকে নাসুম আহমেদ ও মাহেদি হাসানের মতো স্পিনারদের পাশাপাশি রিশাদ হোসেন এর মতো রেগ স্পিনার থাকায় দলে এসেছে বৈচিত্র্য।
উইকেটকিপারের বিকল্প:
লিটন দাসের সঙ্গে দলে আছেন নুরুল হাসান সোহান ও জাকের আলী অনিক। ফলে যেকোনো পরিস্থিতিতে উইকেটকিপারের বিকল্প হিসেবে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ।
বিশ্লেষকদের মতে, অভিজ্ঞতা ও তরুণদের মিশেলে গড়া এই দলটি সঠিক কৌশল ও পরিকল্পনা অনুযায়ী মাঠে নামতে পারলে এবারের এশিয়া কাপে বাংলাদেশ বড় চমক দেখাতে সক্ষম হবে। বিশেষ করে শক্তিশালী বোলিং ইউনিট ও সম্ভাবনাময় ব্যাটিং অর্ডারের কারণে লাল-সবুজের সমর্থকদের প্রত্যাশা এবার আরও বেশি।
ক্রিকেটপ্রেমীদের চোখ এখন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে মাঠে নামা টাইগারদের দিকে।