২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছা ইউনিয়নে জুলাই শহীদ জাবির – আল আমিন স্মৃতি সংসদ এর উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:

ঝিকরগাছা ইউনিয়নে জুলাই শহীদ জাবির – আল আমিন স্মৃতি সংসদ এর উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট ( শুক্রবার) সকাল ৯ টায় লাউজানী হাইস্কুল মাঠ প্রাঙ্গনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা : মোসলেহ উদ্দীন ফরিদ। তিনি তার বক্তব্যে আগত সকল রোগীদের ধৈর্য্য ধারণ করা সেবা নেওয়ার আহ্বান জানান । সেবা হচ্ছে আপনাদের মৌলিক অধিকার। আমরা সেবার মতো মৌলিক অধিকার আপনাদের দোরগোড়ায় নিয়ে এসেছি। ইনশাআল্লাহ সেবা পেয়ে সন্তুষ্ট থাকলে আপনাদের মাঝে আবার ও দুই মাস অন্তর সেবা নিয়ে আসবো।

হাইস্কুল ভবনে চক্ষু, মেডিসিন, গাইনী,শিশু ও দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয়। এ ছাড়া রোগীদের ওষুধ ও চশমা দেওয়া হয়। ঝিকরগাছা ইউনিয়ন থেকে প্রায় এক হাজার মানুষ এই মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসে। আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন।

মল্লিকপুর গ্রাম থেকে চোখের সমস্যার জন্য ডাক্তার দেখাতে আসা মতিনজান বলেন, আমি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছি। আমি নিম্নআয়ের মানুষ ডাক্তার দেখাতে যাওয়ার সামর্থ্য নেই আজ ফ্রি সেবা পেয়ে অনেকটা স্বস্তি পেলাম।

লাউজানী গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা মশিয়ার রহমান বলেন, আমার দাঁতের সমস্যা এ জন্য চিকিৎসা নিতে এসেছি আলহামদুলিল্লাহ ভালো সেবা পেয়েছি। যারা ফ্রি সেবা দিয়েছে তাদের আল্লাহ সওয়াব দিবেন দোয়া করি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জাবির – আল আমিন স্মৃতি সংসদ এর সভাপতি মাহবুব উল আলম মন্টু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক মো : ইমদাদুল হক, লাউজানী নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা আব্দুল আলিম, প্রভাষক মাওলানা এমদাদুল হক,সহকারী শিক্ষক মো: আতিয়ার রহমান, আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ চক্ষু বিভাগের এজিএম মো: রবিউল হক, ব্যবস্থাপনা পরিচালক মো: মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন জুলাই শহীদ জাবির – আল আমিন স্মৃতি সংসদ এর সেক্রেটারি মো : আবিদুর রহমান।

উক্ত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ঝিকরগাছা – চৌগাছা উপজেলা দুটি এলাকার জনগণ ফ্রি সেবা পাবে। ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন আদ্- দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা রোগীদের মাঝে তাফসীরুল কুরআন বিতরণ করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top