ইনকিয়াদ আহম্মেদ রাফিন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছায় নাভারণ ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট( বৃহস্পতিবার) বিকাল ৩ টায় পাঁচপোতা প্রাইমারী স্কুল মাঠ প্রাঙ্গনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
৭ নং নাভারণ ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আসাদুজ্জামান বাবলু এর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যশোর – ২ চৌগাছা – ঝিকরগাছা জামায়াত মনোনীত সংসদ সদস্য বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা : মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান তার বক্তব্য বলেন, ইসলামের দাওয়াত সকলে মাঝে পৌছে দেওয়ার আহ্বান জানান। এবং আল্লাহর রাস্তায় সকলের জায়গা থেকে বেশি পরিমাণে ব্যয় করতে হবে।
৭ নং নাভারণ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো: মিজানুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, নাভারণ ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল হক, ঝিকরগাছা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মো : রফিকুল ইসলাম। এ ছাড়া কর্মী সম্মেলনে ইউনিয়ন জামায়াতের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।