২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে সফর, ১৪৪৭ হিজরি

১২ বছরের অপেক্ষার অবসান, খোকসা উপজেলা বিএনপি’র জমজমাট সম্মেলন, সভাপতি মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খাঁন

মোঃ নুর আলম পাপ্পু, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

দীর্ঘ ১২ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো খোকসা উপজেলা বিএনপি’র বহুল প্রত্যাশিত দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫। শনিবার (২৩ আগস্ট) খোকসার ঐতিহ্যবাহী জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীদের ঢল নামে। সম্মেলন ঘিরে পুরো খোকসায় তৈরি হয় প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ।

সম্মেলনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কুষ্টিয়ার প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খাঁন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন প্রিন্সিপাল আনিসুজ্জামান স্বপন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোঃ মমিনুর রহমান মমিন ও মোঃ বাহারুল আলম বাহার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান এবং সঞ্চালনায় ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রিন্সিপাল আনিসুজ্জামান স্বপন।

সম্মেলনের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক জনাব কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।

বাবু জয়ন্ত কুমার কুন্ডু তাঁর বক্তব্যে বলেন, “আওয়ামী লীগের নেতারা দাবি করেছিলেন, শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা কোনো দিন ক্ষমতাচ্যুত হবেন না। কিন্তু সেই বক্তব্য টেকেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তারেক রহমানের নেতৃত্বে বাংলার মাটিতে টিকে থাকতে না পেরে পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, “তারেক রহমানই একমাত্র নেতা, যিনি লন্ডনে বসে বাংলাদেশের পদ্মা, মেঘনা ও যমুনার প্রতীকী শক্তিকে একত্রিত করে শেখ হাসিনাকে পরাজিত করেছেন। তার নেতৃত্বেই বিএনপি আবারও জনগণের আসল শক্তি হয়ে উঠবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, পৌর বিএনপি’র সভাপতি এ জেড জি রশিদ রেজা বাজু মুন্সি, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম মোস্তফা শরিফসহ উপজেলা ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তবে আলোচিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেহেদী আহমেদ রুমি অনুষ্ঠানে দেখা যায় নি।

সম্মেলন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। দীর্ঘ ১২ বছর পর আয়োজিত এই সম্মেলন খোকসা উপজেলা বিএনপি’র রাজনীতিতে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে বলে নেতাকর্মীরা মনে করছেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top