২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

“ডাকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুমকীর মুঈনুল।

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি :

“ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পটুয়াখালী জেলার দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী মোঃ মুঈনুল ইসলাম।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন বাংলাদেশের উচ্চশিক্ষা অঙ্গনের অন্যতম আলোচিত ও ঐতিহ্যবাহী নির্বাচন। প্রতি বছরই এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সেই নির্বাচনে এবার স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দুমকী উপজেলার তরুণ প্রজন্মের প্রতিনিধি মোঃ মুঈনুল ইসলাম।

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। ছোটবেলা থেকেই তিনি সামাজিক ও সাংগঠনিক কাজে সক্রিয় ছিলেন। শিক্ষা জীবনের পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগে যুক্ত হয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন সবসময়।

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার মূল কারণ জানাতে গিয়ে মুঈনুল ইসলাম বলেন— “ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে উদ্যোগ নেব। স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প, নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজন এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নেও কাজ করব।”

তার প্রার্থিতা এলাকায় আনন্দ ও গর্বের সৃষ্টি করেছে। স্থানীয়রা মনে করেন, দুমকীর মুরাদিয়া ইউনিয়নের এই মেধাবী তরুণ নির্বাচিত হলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পরিবেশ খাতে বাস্তবসম্মত ও কার্যকর পরিবর্তন আনতে সক্ষম হবেন।

বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীও মুঈনুল ইসলামের প্রার্থিতাকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, তরুণ ও উদ্যমী নেতৃত্ব ক্যাম্পাসের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আসন্ন ডাকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে জয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব করার স্বপ্ন দেখছেন মুঈনুল ইসলাম। এখন শিক্ষার্থীরা তাকিয়ে আছেন তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কাকে বেছে নেন সেই অপেক্ষায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top