মোহাম্মদ রকিবুল হক শাকিল, ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়ি উপজেলায় আইন নিজের হাতে তুলে নেওয়া বা মবের মাধ্যমে বিচার করার ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে জরুরি যোগাযোগের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
তিনি জানান, এ ধরনের ঘটনা ঘটলেই প্রথমে ৯৯৯ এ কল করতে হবে। এরপর নিচের নম্বরগুলোতেও জানাতে হবে।
• উপজেলা নির্বাহী অফিসার: ০১৭৩৩৩৩৪৩৪৮
• সহকারী কমিশনার (ভূমি): ০১৭৫৫৫৮৫১৮৫
• ওসি (ফটিকছড়ি): ০১৩২০১০৭৬২৬
• ওসি (ভুজপুর): ০১৩২০১০৭৬৫২
• ওসি (নাজিরহাট হাইওয়ে): ০১৩২০১৮৩২৯৫ (প্রযোজ্য ক্ষেত্রে)
ইউএনও জানিয়েছেন, কল পাওয়ার ১০ মিনিটের মধ্যে ইউনিয়ন পরিষদ/পৌরসভার প্রতিনিধি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাবে। প্রয়োজন হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও উপস্থিত হবেন