মোঃসোহাগ হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় হতদরিদ্র পরিবারের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার আট ইউনিয়নের ১৬ জন ডিলারের মাধ্যমে এই চাল বিতরণ করা হচ্ছে।
রবিবার (২৪শে আগস্ট) সকালে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের আরাফাত এন্টারপ্রাইজ ডিলার পয়েন্টে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল হাসান।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় প্রতিটি কার্ডধারী পরিবার ৩০ কেজি করে চাল ৪৫০ টাকা দরে ক্রয় করতে পারবে। উপজেলার আট ইউনিয়নে মোট ১৬ জন ডিলারের মাধ্যমে এই চাল বিতরণ কার্যক্রম চলবে।
চাল বিতরণ কার্যক্রম শুরু হওয়ায় দরিদ্র মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।