জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :
“অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় শুরু হয়।
মৎস্যবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষদের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাজেদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ মোঃ আবদুল লতিফ এবং জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড,. কাজী রফিকুল ইসলাম বলেন,“বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মৎস্য খাত অপরিসীম অবদান রাখছে। আমাদের রপ্তানি আয়ের একটি বড় অংশ আসে মাছ ও মাছজাত পণ্য থেকে। শুধু অর্থনীতিই নয়, এ খাত গ্রামীণ কর্মসংস্থান, পুষ্টি ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। তাই আমাদের তরুণ প্রজন্ম বিশেষ করে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ও গবেষকদের দায়িত্ব হচ্ছে আধুনিক গবেষণা, উদ্ভাবন এবং সচেতনতার মাধ্যমে দেশের মৎস্যসম্পদকে আরও টেকসই ও সমৃদ্ধ করে তোলা। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ খাতে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
এসময় বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স বিভাগের অধ্যাপক ও রিজেন্ট বোর্ড এর সদস্য অধ্যাপক ড মোঃ মামুন অর রশিদ, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার, মাৎস্য বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাকসহ উক্ত অনুষদের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।।
পরে বিশ্ববিদ্যালয়ের নীলকমল লেকে মাছের পোনা অবমুক্তকরেণ উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। মাছের পোনা পানিতে ছড়িয়ে দেওয়ার সেই দৃশ্য যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নতুন আশার প্রতীক হয়ে উঠেছিল।