২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েভিসি’র বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমুলক কাজ পরিদর্শন।

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ও একাডেমিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নেয়া এসব প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য হলো আন্তর্জাতিক মানের রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার নির্মাণ কাজ এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সড়ক সংস্কার কার্যক্রম।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাণকেন্দ্রে নির্মাণাধীন পাঁচতলা বিশিষ্ট ৫১২৫ বর্গমিটার আয়তনের এই গবেষণা ও প্রশিক্ষণকেন্দ্রটি সম্পন্ন হলে উচ্চশিক্ষা, গবেষণা এবং প্রশিক্ষণে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। পাশাপাশি সড়ক মেরামত ও সংস্কারের চলমান কাজ বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি ও অবকাঠামোগত টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ, অধিকতর উন্নয়ন প্রকল্পের পরিচালক মোঃ ওবায়দুল ইসলাম, অধিকতর উন্নয়ন প্রকল্পের উপ-পরিচালক সহকারী অধ্যাপক মোঃ মুহাইমিনুল আলম ফাইয়াজসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও প্রকৌশলীরা।

পরিদর্শনকালে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “পবিপ্রবিকে একটি বিশ্বমানের জ্ঞান ও গবেষণার আধার হিসেবে গড়ে তুলতে আমরা অব্যাহতভাবে কাজ করে যাচ্ছি। এই উন্নয়নমূলক কার্যক্রমগুলো সফলভাবে সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রযাত্রা আরও বেগবান হবে।”

বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কাজকে তারা সময়োপযোগী ও যুগান্তকারী উদ্যোগ হিসেবে অভিহিত করেন। তাঁদের মতে, এসব কার্যক্রম শুধু বর্তমান শিক্ষার্থীদের জন্যই নয়, ভবিষ্যত প্রজন্মের জন্যও একটি শক্ত ভিত্তি রচনা করবে। পবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা বিশ্বাস করেন, এ ধরনের উন্নয়ন বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top