২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুরে পুলিশ কমিশনারের যাতায়াতে রাস্তা বন্ধ: কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খানের যাতায়াতের সময় রাস্তা বন্ধ রাখার বিষয়ে হস্তক্ষেপ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, এ বিষয়ে আলোচনা হয়েছে এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) কমিশনার নাজমুল করিম খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জিএমপি কমিশনারের যাতায়াতের সময় টঙ্গীর কলেজগেট এলাকায় উড়ালসড়ককে একমুখী করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এ সময় গাজীপুর থেকে ঢাকামুখী লেন বন্ধ হয়ে যায়। কমিশনারের ফেরার সময় একইভাবে ভোগড়া এলাকার উড়ালসড়ক একমুখী করা হয়, তখন গাজীপুরমুখী চলাচল বন্ধ থাকে। পুলিশের এক অভ্যন্তরীণ প্রতিবেদনে উল্লেখ করা হয় যে সকাল ৮টা থেকে বেলা ১১/১২টা পর্যন্ত গাজীপুর কলেজগেট থেকে ঢাকাগামী উড়ালসড়কে কোনো গাড়ি উঠতে দেওয়া হয় না, যা সাধারণ যাত্রী, ছাত্রছাত্রীদের চরম ভোগান্তির কারণ হয়।

এ বিষয়ে জিএমপি কমিশনার মো. নাজমুল করিম খান তার প্রতিক্রিয়ায় বলেন, “আমি শুধু গাজীপুরে গেলেই ডিস্টার্ব হয়, সচিব ও উপদেষ্টা মহোদয়রা ঢাকায় যে প্রটেকশন নিয়ে ঘোরাঘুরি করেন, তাতে ডিস্টার্ব হয় না? আমার তো ওখানে (গাজীপুরে) বাসা নেই। কমিশনারের তো একটা বাংলো থাকার কথা ছিল, তাই না? বাংলো বানাইয়া দিতে বইলেন। আমি ওখানে ফ্যামিলি নিয়ে চলে যাব।”

গত বছর ১১ নভেম্বর জিএমপি কমিশনার পদে নিয়োগপ্রাপ্ত নাজমুল করিম খান চলতি বছরের ১ মে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন।

অন্যদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতে আটক পুলিশের একজন জৈষ্ঠ কর্মকর্তাকে ফিরিয়ে আনার বিষয়ে জানান, ইন্টারপোলের মাধ্যমে যত দ্রুত সম্ভব তাকে ফিরিয়ে আনা হবে। বিজিবি-বিএসএফের মধ্যেও আসামি বিনিময়ের চুক্তি থাকায় সেই মাধ্যমেও ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top