মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল চরপাঁকায় আজ সোমবার (২৫ আগস্ট ২০২৫) উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী স্বাস্থ্যসেবা ও ভেটেরিনারি ক্যাম্প। একইসঙ্গে এই আয়োজনে স্থানীয় ৭০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
প্রাকৃতিক দুর্যোগ ও নদীভাঙনপ্রবণ চরাঞ্চলগুলোর মানুষের জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ প্রশংসিত হয়েছে এলাকাবাসীর কাছে। চরপাঁকার শত শত নারী, পুরুষ ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণে অংশ নেন এবং গবাদিপশু নিয়েও প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ সংগ্রহ করেন।
ক্যাম্পে অংশগ্রহণকারী চিকিৎসক দল সাধারণ রোগব্যাধি, শিশু ও মাতৃস্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন। ভেটেরিনারি চিকিৎসকরা গবাদিপশুর বিভিন্ন রোগের চিকিৎসা ও টিকা প্রদান করেন। এতে করে চরবাসী তাদের নিকটস্থ এলাকায় থেকে সরাসরি বিশেষজ্ঞদের সেবা পাওয়ার সুযোগ পায়।
এদিন আয়োজনে ৭০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসব পরিবার আগে থেকেই উপজেলা প্রশাসনের তালিকাভুক্ত ছিল।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোহাঃ আজাহার আলী “চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা চাই প্রশাসনের সেবা প্রান্তিক জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাক। এই ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য ও খাদ্য– দুই ধরনের মৌলিক সেবা নিশ্চিত করতে পেরেছি বলে মনে করি।”
উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ চালু রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন চরাঞ্চলে পর্যায়ক্রমে এ ধরনের স্বাস্থ্য ও ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।