২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ত্রিশাল উপজেলায় মসজিদে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত যুবক

রেজুয়ান আহমেদ সৈকত, ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মসজিদে চুরি করতে গিয়ে রানা মিয়া (৩৫) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। ঘটনা ঘটে সোমবার (২৫ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে ১০ নং মঠবাড়ী ইউনিয়নের রায়মনি মধ্যপাড়া বাইতুল রহমান জামে মসজিদে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে ওই মসজিদে একাধিকবার চুরির ঘটনা ঘটেছিল। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। সোমবার রাতে ফের চুরি করতে এলে রানা মিয়াকে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলেন। পরে মসজিদ কমিটির সেক্রেটারি আলহাজ্ব সাইফুল ইসলাম মসজিদের মাইকিংয়ের মাধ্যমে লোকজন জড়ো করেন। উত্তেজিত জনতা রানা মিয়াকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত রানা মিয়ার বাড়ি ময়মনসিংহ কোতোয়ালি থানাধীন পরাণগঞ্জ ইউনিয়নের হিরন পলাশিয়া গ্রামে। তিনি আমছর আলীর ছেলে।

খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top