২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ডিমলা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় উপজেলা পুতুলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১১ টায় ডিমলা উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন শৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ, সন্ত্রাস নাশকতা প্রতিরোধ, নারী-শিশু নির্যাতন বন্ধ এবং ভোক্তা অধিকার সংরক্ষন ইত্যাদি বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ আলী নোমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন ও গোলাম রব্বানী প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, দশটি ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়াম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বিজিবির বালাপাড়া ও থানারহাট কোম্পানী কমান্ডার, উপজেলার সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি তৎপর থেকে কাজ করে যেতে হবে, ডিমলা উপজেলায় যাতে কোন ভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনিত পরিলক্ষিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। উপজেলায় আইন শৃঙ্খলা, মাদক, চোরাচালান, সন্ত্রাস নাশকতা প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষন প্রতিরোধে পুলিশ প্রশাসনসহ সীমান্তে চোরাচালান রোধে বর্ডারগার্ডের (বিজিবি) সদস্যদের সর্বদা সর্তক থাকার আহবান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top