২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নিউইয়র্কে মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিনিধি:

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিউইয়র্কে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিমত প্রকাশ করেন।

আসিফ মাহমুদ তার পোস্টে লিখেন, “দেশে চূড়ান্তভাবে পরাজিত হয়ে ফ্যাসিবাদী শক্তি বিদেশের মাটিতে গণ-অভ্যুত্থানের নেতৃত্বের ওপর হামলার ধৃষ্টতা দেখাচ্ছে। এটা শুধু ধৃষ্টতা নয়, দেউলিয়াত্বেরও বহিঃপ্রকাশ।” তিনি মাহফুজ আলমকে ট্যাগ করে লেখেন, “মাহফুজ আলম ভাইয়ের ওপর হামলা চেষ্টার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে রাখলাম।”

গত রবিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে উপদেষ্টা মাহফুজ আলম ভেতরে অবস্থান করছেন এমন সন্দেহে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কনস্যুলেটের দরজায় ধাক্কাধাক্কি করেন কয়েকজন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে সেখানে উপদেষ্টা মাহফুজ আলমকে দেখতে পাওয়া যায়নি বলে reports প্রকাশিত হয়েছে।

এই ঘটনায় স্থানীয় বাংলাদেশি সম্প্রদায় এবং মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিদেশের মাটিতে বাংলাদেশের সরকারি প্রতিনিধি কার্যালয়ের ওপর এমন হামলা আন্তর্জাতিক আইন ও ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top