২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্যের অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানের দলীয় পদ স্থগিত

নিজস্ব প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করেছে দলটি। মঙ্গলবার বিএনপির একটি সূত্র এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন ফজলুর রহমান দলীয় শোকজের লিখিত জবাব দিলেও তা সন্তোষজনক না হওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট ফজলুর রহমানের নামে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়েছিল। তিনি সময় বর্ধিত করার জন্য আবেদন করলে তাকে গত ২৫ আগস্ট লিখিত জবাব দানের জন্য আরও ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়। তবে তিনি যে জবাব দিয়েছেন তা দলীয় মানদণ্ডে সন্তোষজনক বলে বিবেচিত হয়নি।

পদ স্থগিত সংক্রান্ত চিঠিতে উল্লেখ করা হয়েছে, মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে ফজলুর রহমানের অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে তার সকল দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হলো। এছাড়াও তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে, ভবিষ্যতে টকশো বা সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলার সময় তিনি যেন দেশের মর্যাদা ও দলের নীতিমালা ক্ষুণ্ন না করেন এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top