২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পবিপ্রবিতে কম্বাইন্ড আন্দোলনে নবাগত এএইচ ১৪ ব্যাচের একাত্মতা, ক্লাস-পরীক্ষা বর্জন

মোঃ ফাহিম, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ক্লাস ও পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করে প্রায় চার সপ্তাহ ধরে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। একই সাথে এ্যানিমেল হাজবেন্ডি ডিসিপ্লিনের ১৪ তম ব্যাচের নবীন শিক্ষার্থীরা এক বিবৃতিতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের ১৪ তম ব্যাচের শিক্ষার্থীরা তাদের বিবৃতিতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় এবং আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে সশরীরে উপস্থিত হয়েছে।

বিবৃতিতে তারা এক দফার যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করছে। তারা আরো জানায় বর্তমান পরিস্থিতিতে তাদের পক্ষে একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করা সম্ভব নয় এবং যতদিন পর্যন্ত এই দাবির কোনো কার্যকর ও ফলপ্রসূ সমাধানে পৌঁছানো যাচ্ছে, ততদিন পর্যন্ত এএইচ ১৪ তম ব্যাচের সকল প্রকার ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে।

এএইচ ১৪ তম ব্যাচের এক নবীন শিক্ষার্থী মো:কৌশিক উজ জামান অন্তু বলেন,”পশুপালন এবং পশু চিকিৎসা একে অপরের পরিপূরক। তাই সামগ্রিক বিবেচনায় আমরা কম্বাইন্ড ডিগ্রির পক্ষে একাত্নতা পোষণ করে সকল প্রকার ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাবো। “”

১৪ তম ব্যাচের আরো একজন শিক্ষার্থী কানিজ ফাতেমা বলেন, “বর্তমান আন্দোলন সম্পর্কে আমরা সবাই অবগত। আমরা এটি যৌক্তিক বলে মনে করি কেননা দুটি ডিগ্রি কম্বাইন্ড করা হলে ক্যারিয়ারের পরিসর বৃদ্ধি পাবে। ফলে জাতীর সামগ্রিক উন্নয়ন সাধিত হবে। তাই আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি ”

এছাড়াও আরো একজন শিক্ষার্থী তসি খান বলেন, “ট্রিটমেন্ট, প্রোডাকশন এবং ম্যানেজমেন্ট সম্পর্কে সমন্বিত জ্ঞান লাভের মাধ্যমে দেশ এবং লাইভ স্টক এর সার্বিক উন্নতির জন্য কম্বাইন্ড ডিগ্ৰির কোনো বিকল্প নেই ,, এছাড়াও দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্ৰি চালু থাকার কারণে আমরা কর্ম ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছি। উপরোক্ত কারনবশত আমরা কম্বাইন্ড ডিগ্ৰির সাথে একাত্মতা পোষণ করছি”

উল্লেখ্য, গত ৩১ জুলাই থেকে পবিপ্রবি এ্যানিমেল হাজবেন্ডি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সকল প্রকার ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে এবং যতদিন না দাবি আদায় হচ্ছে, তারা ক্লাসে ফিরবে না।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top