২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বালিয়াকান্দী বাসীকে উন্নয়ন ও সেবামুখী কর্মদিবস উপহার দিলেন জেলা প্রশাসক মিস সুলতানা আক্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার সোমবার জেলার বালিয়াকান্দি উপজেলায় সারাদিনব্যাপী এক ব্যস্ততম কর্মদিবস অতিবাহিত করেছেন। সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শন, উন্নয়ন প্রকল্প উদ্বোধন, মতবিনিময়সহ নানা কার্যক্রমে অংশগ্রহণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

দিবসের সূচনা হয় ইন্দুরদী কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের মাধ্যমে। এরপর জেলা প্রশাসক বালিয়াকান্দি সরকারি কলেজে নির্মিত বাউন্ডারি ওয়ালের উদ্বোধন করেন। সকাল সাড়ে ১১টায় বালিয়াকান্দি থানা এবং দুপুর ১২টায় সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি।

দুপুর ১২টা ৩০ মিনিটে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সংস্কারকাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক। দুপুর ১টায় উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন, যা স্থানীয় মৎস্যচাষ ও খাদ্য নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানান তিনি।

দুপুর দেড়টায় অফিসার্স ক্লাব এবং বিকেল ২টার দিকে বালিয়াকান্দি সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। দিবসের শেষভাগে, বিকেল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংস্কারকৃত ভবনের উদ্বোধন করেন এবং সেখানেই জন্ম-মৃত্যু নিবন্ধন ও গ্রাম আদালত বিষয়ে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা করেন।

সভায় জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন— “জনগণের সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সরকার যেসব উন্নয়ন ও কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছে, সেগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য মাঠ প্রশাসনের সকল কর্মকর্তাকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। প্রতিটি সেবা যেন সহজলভ্য হয় এবং জনগণকে হয়রানির শিকার হতে না হয়—এ ব্যাপারে আমরা কঠোরভাবে নজর রাখছি।”
এছাড়াও সমাজসেবা ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিতরণ কার্যক্রমও সম্পন্ন হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জেলা প্রশাসকের এই পরিদর্শন ও দিকনির্দেশনা স্থানীয় প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করে তুলবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top