মোহাম্মদ রকিবুল হক শাকিল, ফটিকছড়ি প্রতিনিধি:
বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এ স্মারকলিপি প্রদান করেন ফটিকছড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ডের প্রায় অর্ধশতাধিক স্থানীয় এলাকাবাসী।
স্মারকলিপি সূত্রে জানা যায়, ফটিকছড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ডের ইউসুফ হাজী বাড়ীর জনৈক আব্দুল করিম, প্রকাশ করিম মিস্ত্রি দীর্ঘদিন থেকে এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছে। এক সময় সে উপজেলার রাজঘাট নামক এলাকায় কাঠমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করত। মাঝে কিছুদিন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে প্রবাস জীবন যাপন করে।
প্রবাস থেকে ফিরে এসে গত ৮-১০ বছর যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল এলাকায় নিজস্ব আস্তানা গড়ে তোলে। সে তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করলেও বর্তমানে সে আওলাদে রাসুল, আলহাজ্ব, জিন্দা অলি, আন্তর্জাতিক ইসলামিক গবেষক, রাহনুমায়ে শরীয়ত ও নিজেকে পীর মাশায়েখ দাবি করছেন।
সে ব্রাহ্মণবাড়িয়া থেকে মাঝেমধ্যে এলাকায় এসে ঝাড়ফুকসহ বিভিন্ন ভন্ডামিতে লিপ্ত হয়। এতে করে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের ঈমানের প্রতি আঘাত হানছে। তাকে এলাকার সমাজ সর্দার, মসজিদের মোতাওয়াল্লি, এলাকার মসজিদের খতিবসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি অসামাজিক কার্যকলাপ পরিহার করার জন্য বারবার তাগাদা দিলেও সে এসব বিষয়ে কর্ণপাত করেনি, বরং এলাকায় ভন্ডামি ও প্রতারণার আস্তানা পাকাপোক্ত করতে আগামী ২ সেপ্টেম্বর মাহফিলের আয়োজন করে।
এর পরিপ্রেক্ষিতে ধর্মপ্রাণ মুসলমানরা সকল স্তরের এলাকাবাসীকে সাথে নিয়ে গত শক্রবার বাদ জুমা ভন্ড পীরের কার্যকলাপ বন্ধে মানববন্ধন করে। মানববন্ধনের পর থেকে সে বিভিন্ন ভাবে মানববন্ধনে অংশ নেয়া সাধারণ ধর্মপ্রাণ মুসল্লী ও এলাকাবাসীকে হুমকি, ধমকি, এলাকায় হামলা, সংঘাত ও বিশৃঙ্খলা করার প্রস্তুতি নিচ্ছে বলে স্মারকলিপিতে উল্লেখ করেন।
এলাকাবাসী এলাকার স্বাভাবিক পরিস্থিতির অবনতি এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করে এ স্মারকলিপি প্রদান করেন।