২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ডিএমপির গোয়েন্দা বিভাগের নতুন প্রধান শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) নতুন অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি শফিকুল ইসলাম। বুধবার ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়। প্রায় সাড়ে চার মাস ধরে ডিবি প্রধানের পদটি শূন্য থাকার পর এই নিয়োগ দেওয়া হলো।

শফিকুল ইসলাম এর আগে ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশে কর্মরত ছিলেন। তিনি ১৮তম বিসিএস ব্যাচের একজন সদস্য। গত ১২ এপ্রিল ডিবির তৎকালীন প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি করা হয়েছিল, যার পর থেকে একজন যুগ্ম-কমিশনার পদমর্যাদার কর্মকর্তা এই ইউনিটের দায়িত্ব সাময়িকভাবে পরিচালনা করছিলেন।

নতুন ডিবি প্রধান শফিকুল ইসলামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। ১৯৯৯ সালে ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদানের মাধ্যমে তার পেশাগত জীবন শুরু হয়। কর্মজীবনের শুরুতে তিনি লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন, পরবর্তীতে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবেও কাজ করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top