২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভাবগাম্ভীর্যের সাথে পালিত হলো কবি নজরুলের মৃত্যুবার্ষিকী

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:

কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ।আনুষ্ঠানিকভাবে ও ভাবগাম্ভীর্যের সাথে তাই কবিকে স্মরণ করল ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

বুধবার (২৭ আগস্ট ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম কবির ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, “জাতীয় কবির সৃষ্টিকর্ম থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে তা জীবনে প্রতিফলিত করতে হবে। নজরুলকে নিয়ে যে পরিমাণ গবেষণা হওয়া উচিত, তা হয়নি। আমাদের বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ ও গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের মাধ্যমে এ বিষয়ে আরও কাজ করতে হবে।”

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, রবীন্দ্র-নজরুল মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটির সভাপতি ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), পরিবহণ প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়া রবিবার (৩১ আগস্ট ২০২৫) পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য,শুধু পুষ্পস্তবক অর্পণই নয়,এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুক্তি মো. আব্দুল হাকীম এসময় দোয়া পরিচালনা করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top