রুবেল ফরাজী, নিজেস্ব প্রতিবেদকঃ
মাদারীপুর জেলার শিবচরে নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান (ইউএনও) এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর আমন্ত্রণে উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা শিবচরের বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক সমস্যার বিষয় তুলে ধরেন। আলোচনায় উঠে আসে— মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নদী ভাঙন প্রতিরোধ, অবৈধ বালি উত্তোলন বন্ধ, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা উন্নয়ন ও শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতকরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মানোন্নয়ন, অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, অবৈধভাবে ইলিশ ধরা প্রতিরোধ, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণ, ভ্যান চুরি প্রতিরোধ, ইউনিয়ন পরিষদের সেবার মানোন্নয়ন, পরিবহনে চাঁদাবাজি বন্ধ, সরকারি খাস জমি দখলমুক্তকরণ, গণমাধ্যমকর্মীদের জন্য স্থায়ী বসার ও আলোচনার স্থান বরাদ্দ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান বলেন, বাংলাদেশে শিবচর উপজেলা প্রথম স্মার্ট শহরের তালিকায় এসেছিল। আমরা আবারও শিবচরকে একটি স্মার্ট শহর হিসেবে গড়ে তুলতে চাই। গণমাধ্যমকর্মীদের সহযোগিতা পেলে শিবচরকে একটি সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।
গণমাধ্যমকর্মীরা উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে উন্নয়ন ও জনকল্যাণে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।