মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারুফা বেগম (৪৫) নামের এক শিক্ষিকা নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হন নিহতের স্বামী ওমর ফারুক।
বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় নীলফামারী-ডোমার সড়কের পলাশবাড়ী ইউনিয়নের হরতকিতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফা বেগম ডোমার উপজেলার ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তার স্বামী ওমর ফারুক ডোমার বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক। উভয়ে ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ী চান্দিনা পাড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রী মোটরসাইকেল যোগে ডোমার থেকে নীলফামারী আসছিলেন। পথিমধ্যে হরতকিতলা বাজারে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে তারা সড়কে ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে ডোমারগামী একটি ট্রাক দ্রুত ওই স্থান অতিক্রম করছিল। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন শিক্ষিকা মারুফা বেগম এবং আহত হন তার স্বামী।
এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবার থেকে এখনও কোনো মামলা করা হয়নি।