২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে ইসলামী আন্দোলনের ইউনিয়ন দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে শহরের আশা কমিউনিটি সেন্টারে এ কর্মশালায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মুস্তাকিম বিল্লাহ। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচন অবশ্যই সংস্কারের মধ্য দিয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে। বিগত সরকারের আমলের মতো প্রহসনের নির্বাচন আর চলবে না।”

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও নীলফামারী-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট এম. হাছিবুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মাহাবুবুর রহমান নাহিয়ান।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি মুহাম্মদ ইয়াছিন আলী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনিছুর রহমান, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাঈমুন ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ জেলা সভাপতি মাওলানা বদরুল ইসলামসহ বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থীরা।

সভায় দলের কার্যক্রম শক্তিশালী করা ও নির্বাচনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top