২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এ সম্পর্কিত আরও খবর

পবিপ্রবিতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে প্রথমবারের মতো যৌথ আন্দোলনে এএইচ-ডিভিএম শিক্ষার্থীরা

মোঃ ফাহিম, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  (পবিপ্রবি) ক্লাস ও পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করে প্রায় চার সপ্তাহ ধরে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এ্যানিমেল  হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। তাদের সাথে আন্দোলনে যুক্ত হলো ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সশরীরে উপস্থিত হয়।এসময় তারা যৌক্তিক দাবি আদায়ের এই আন্দোলনে শেষ পর্যন্ত সাথে থাকার প্রতিস্রুতি দেন।

চলমান এই আন্দোলনে শুরু থেকেই ভেটেরিনারি স্টুডেন্ট এ্যসোসিয়েশন একাত্মতা প্রকাশ করে এসেছে এবং পূর্ণ সমর্থন জানিয়েছে। আজ তারা আন্দোলনে এসে কম্বাইন্ড ডিগ্রির দাবি আদায় না হওয়া পর্যন্ত এএইচ এর শিক্ষার্থীদের সকল কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

ডিভিএম-১৮ তম ব্যাচের এক শিক্ষার্থী নুর এ আলম বলেন, ” আমরা তোমাদের যৌক্তিক এই আন্দোলনের সাথেই আছি। আমরা বঞ্চিতের শিকার হতে চাই না। প্রাণীসম্পদ খাতে কোনো স্বামী- স্ত্রীর ঝগড়া না থাকুক। একই সাথে আমরা কারো ব্যাক্তিগত আক্রোশের শিকার হতে চাই না, আমাদের শিক্ষকরা আমাদের পিতৃতুল্য, আশাকরি তারা আমাদের প্রতি সদয় হবেন।”

১৮ তম ব্যাচের আরো একজন শিক্ষার্থী আল যাবের বলেন,” আমারা সকলেই ভাই-ভাই। আমারা একই সাথে থাকি এই ক্যাম্পাসে। চাকরি ক্ষেত্রে গিয়েও আমাদের মাঝে কোনো বৈষম্য না থাক এটাই আমরা চাই। এই আন্দোলনে তোমরা আমাদের পাশে পাবা এই আশ্বাস দিচ্ছি। সকল ধরনের কর্মসূচিতে তোমাদের সাথেই আছি।”

এএইচ -১০ম ব্যাচের শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক জানান, “কম্বাইন্ড ডিগ্রি আন্দোলনের প্রেক্ষিতে গঠিত কমিটি আগামী রবিবার এর মাঝে রিপোর্ট প্রকাশ করতে না পারলে এবং সোমবার জরুরি কাউন্সিল গঠন না করলে পুরো এএনএসভিএম অনুষদ শাট ডাউন করে দেয়া হবে।”

উল্লেখ্য,  গত ৩১ জুলাই থেকে পবিপ্রবি এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সকল প্রকার ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে এবং যতদিন না দাবি আদায় হচ্ছে, তারা ক্লাসে ফিরবে না।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top