নিজস্ব প্রতিনিধি:
প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে দেশের সকল সরকারি-বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চলমান ‘সম্পূর্ণ শাটডাউন’ অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সে (আইইবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই শাটডাউন বলবৎ রাখার সিদ্ধান্ত জানান।
সংবাদ সম্মেলনে ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের মধ্যে বিদ্যমান বৈষম্য তুলে ধরা হয়। আন্দোলনকারীরা দেখান যে অনেক ক্ষেত্রেই সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে পদগুলো শুধু ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য সংরক্ষণ করা হয়, সেখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের কোনো সুযোগই দেওয়া হয় না। তারা এই বৈষম্যমূলক ব্যবস্থা বন্ধের দাবি জানান।
প্ল্যাটফর্মের সভাপতি মো. ওয়ালি উল্লাহ বলেন, “আমাদের আন্দোলন তিন দফা দাবি নিয়ে চলছিল এবং গতকালের ঘটনার সমাধান হতে হবে। আমাদেরকে গতকাল যদিও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বাস্তবায়ন আজও আমরা দেখিনি। তাই আমাদের পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সারাদেশের ক্যাম্পাসগুলোতে সম্পূর্ণ শাটডাউন অব্যাহত থাকবে।”
আন্দোলনকারীরা আরও ঘোষণা দেন যে চলতি সপ্তাহে বিভাগীয় সম্মেলন এবং পরবর্তী সপ্তাহে জাতীয় সম্মেলন করা হবে। তারা জনদুর্ভোগ এড়ানোর জন্য এই ধরনের কর্মসূচি বেছে নেওয়ার কথা বলেন।
এই আন্দোলনের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে সরকারি চাকরিতে প্রবেশের জন্য ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, কোটার মাধ্যমে পদোন্নতি বন্ধ করা এবং প্রকৌশলী উপাধির অপপ্রয়োগ রোধে আইনি ব্যবস্থা গ্রহণ করা।