২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় নেক্সাস ফেস্ট ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণ

শরিফুল ইসলাম , সাতক্ষীরা প্রতিনিধি :

জলবায়ু পরিবর্তন, সামাজিক সংহতি এবং তরুণ নেতৃত্ব বিকাশের বার্তা ছড়িয়ে দিয়ে সাতক্ষীরায় শেষ হলো দুই দিনব্যাপী নেক্সাস ফেস্ট ২০২৫। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ ।

দুইদিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআই-১ হাফিজুর রহমান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল,সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান,টিটিসি সাতক্ষীরার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমান ,জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, উপসহকারী পরিচালক (ফায়ার সার্ভিস) দেওয়ান সোহেল রানা, মহিলা বিষয়ক অধিদপ্তরে সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম,একশন এইড বাংলাদেশ এর ডেপুটি ম্যানেজার আরিফ সিদ্দিকী, সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস, সনাক এর সাবেক সভাপতি হেনরি সরদার।

বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থেকে ‘জাতীয় কৃতি খেলোয়ারের জীবন কথা’ তুলে ধরেন জাতীয় টিমের বক্সার আফরা খন্দকার।

দুই দিনব্যাপী এই উৎসবের দ্বিতীয় দিনে সাতক্ষীরা সরকারি কলেজ এবং সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠান প্রাঙ্গণে বন্ধন টেলিমিয়ার পরিবেশনায় নাটক,ম্যাজিক,জারি গান ও থিয়েটারের মতো লোকজ পরিবেশনার মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও সমস্যা তুলে ধরা হয়। সামাজিক সংহতি বৃদ্ধির জন্য , খেলাধুলা ও সৃজনশীল ক্যাম্পেইন আয়োজন করা হয়। এর পাশাপাশি ছিল ফুটবল রেস, সাইকেল রেস এবং বাবা-মেয়ের খেলার মতো নানা ধরনের খেলাধুলা।

এ সময় উপস্থিত ছিলেন একশন এইড বাংলাদেশ এর প্রতিনিধি সিনিয়র অফিসার আফসানা হেলাল, সিডো সাতক্ষীরার প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান তহিদ,শিক্ষক দীপক কুমার মৃধা ও মারকুস গাইন সহসাতক্ষীরা জেলার বিভিন্ন ইয়ুথ গ্রুপের নেতৃবৃন্দ।

এই উৎসবের মূল লক্ষ্য হলো জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের তরুণ ও তৃণমূল জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে স্থানীয় ও জাতীয় নীতি নির্ধারণ প্রক্রিয়ায় প্রতিফলিত করা। একই সাথে, ক্ষতিকর সামাজিক মানসিকতা ভেঙে ঐক্য, সহমর্মিতা ও সম্মান প্রতিষ্ঠা করা এবং উন্নয়ন সংস্থা, সরকারি প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা।

আয়োজকরা আশা করেন, ‘নেক্সাস ফেস্ট ২০২৫’ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ও টেকসই সমাধানের পথ খুলে দেবে। অ্যাকশনএইড বাংলাদেশের এ৪টি (রূপান্তরের জন্য পদক্ষেপ) প্রোগ্রামের অংশ হিসেবে আয়োজিত এই উৎসব তরুণ নেতৃত্বকে উৎসাহিত করে জলবায়ু সহনশীলতা, শান্তি এবং টেকসই উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top