আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নরসিংদী জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বাদ ফজর নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের কাচিকাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন তিনি। এ সময় জনগণের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাচিকাটা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমানসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও কর্মীরা।
নেতৃবৃন্দ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, মাওলানা মো. জাহাঙ্গীর আলম একজন সৎ, শিক্ষিত ও ইসলামী মূল্যবোধে দৃঢ়প্রতিজ্ঞ প্রার্থী। জনসাধারণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য জনগণকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণ মাওলানা জাহাঙ্গীর আলমের প্রতি গভীর আস্থা প্রকাশ করেন এবং তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।