২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুমকী, মির্জাগঞ্জ, পটুয়াখালী সদর, (পটুয়াখালী-১) আসনে মাঠ গোছাতে ব্যস্ত একাধিক প্রার্থীসহ অন্য ৭টি দলের প্রার্থীরা

জাকির হোসেন হাওলাদার, দুমকী পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালী-১ আসনটি পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা নিয়ে গঠিত। পটুয়াখালী সদর উপজেলায় ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৫ হাজার ৮৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৪০ জন ও মহিলা ভোটার ১ লাখ ৫২ হাজার ৩৪৩ জন।

মির্জাগঞ্জ উপজেলায় ৬টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ১৯ হাজার ১০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬০ হাজার ২০০ জন এবং মহিলা ভোটার ৫৮ হাজার ৯০৬ জন।
দুমকি উপজেলায় ৫টি ইউনিয়নে মোট ভোটার ৭৫ হাজার ১৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৭ হাজার ৬৮২ জন এবং মহিলা ভোটার ৩৭ হাজার ৪৮১ জন।

চলতি মাসের ৩০ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলে এ আসনে ভোটার সংখ্যা আরও বৃদ্ধি হতে পারে বলে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সি ধারনা করছেন।

নির্বাচনের তারিখ এখনো ঘোষনা না হলেও আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামায়াতে ইসলাম বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম ও গণঅধিকার পরিষদ একজন করে তাদের প্রার্থী ঘোষনা করলেও বৃহত্তম দল বিএনপি কেন্দ্রীয়ভাবে এখনো তাদের প্রার্থীর নাম ঘোষনা না করলেও পটুয়াখালী-১ আসনে বিএনপির সম্ভাব্য দুইজন প্রার্থীর একজন হলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী পতিত হাসিনা সরকারের সময় একাধিক মামলায় নির্যাতিত কারাভোগকারী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী ও সম্প্রতি অনুষ্ঠিত পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিলে সরাসরি ভোটে নির্বাচিত সভাপতি সাবেক সাধারণ সম্পাদক একাধিক মামলায় নির্যাতনের শিকার কারাভোগকারী, আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে হামলা ও ভাংচুরে ক্ষতিগ্রস্থ নেতা স্নেহাংশু সরকার কুট্টি, দলীয় নেতা-কর্মী সমর্থকদের সমর্থন আদায়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমর্থন লাভে জোর লবিংয়ের পাশাপাশি ভোটার সাধারণের কাছে গিয়ে দোয়া চেয়ে ও পৃথকভাবে গণসংযোগ করে নির্বাচনী মাঠ গুছাতে তৎপর রয়েছেন।

এ আসনে একক প্রার্থী মনোনীতদের মধ্যে রয়েছে-বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর প্রবীন আইনজীবী এ্যাডঃ মোঃ নাজমুল আহসান। তিনি এর আগে সফলভাবে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন।

এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি বর্তমান জেলা কমিটির প্রধান উপদেষ্টা মুফতী মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি দীর্ঘ ১০ বছর ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা কমিটির দায়িত্ব পালন করেছিলেন। তিনি কলাপাড়া উপজেলা শাখার সভাপতির পদে এখনো দায়িত্ব পালন করছেন। তিনি কলাপাড়া ও রাঙ্গাবালী নিয়ে গঠিত পটুয়াখালী- ৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে সংসদ সদস্যের নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু সম্প্রতি কলাপাড়া উপজেলা বিএনপির প্রভাবশালী সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ মোঃ মুস্তাফিজুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ এ যোগদান করায়, এ আসনটিতে তাকে ( ডাঃ মুস্তাফিজুর রহমান) কে মনোনীত করেছেন দলের হাই কমান্ড।

এ আসনটিতে জমিয়তে উলামায়ে ইসলামের মনোনীত প্রার্থী পটুয়াখালী জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ও দ্বীনী শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া মাদানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাইখুল হাদীস মাওলানা আব্দুল হক কাওসারী।

পটুয়াখালী-১ আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচনে গণঅধিকার পরিষদ কর্তৃক মনোনীত সম্ভাব্য প্রার্থী হলেন গণঅধিকার পরিষদ উচ্চতর পরিষদ সদস্য বরিশাল বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটির প্রধান সমন্বয়ক কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম। এখানে উল্লেখ্য গত ১৬ জুন পটুয়াখালীতে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথি গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নূর নিজেই কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিমকে পটুয়াখালী-১ আসনের প্রার্থী হিসেবে ঘোষনা দিয়ে তার পক্ষে ট্রাক প্রতীকে ভোট চেয়েছেন।
এ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এবং পটুয়াখালী জেলা কমিটির প্রধান সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

এছাড়া এ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কর্তৃক মনোনীত প্রার্থী হয়ে মাঠ গুছাতে চেষ্টা করছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।

এ আসনে বাংলাদেশ খিলাফত মজলিস একাংশ (আল্লামা মামুনুল হক) এর একক সম্ভাব্য প্রার্থী হচ্ছেন জেলা বাংলাদেশ খিলাফত মজলিসের সভাপতি মাওলানা মুহাম্মদ আব্বাস আলী।
উল্লেখিত প্রার্থীগণ নিজেদের দলীয় অবস্থান থেকে নির্বাচনী মাঠ গোছানোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

পটুয়াখালী-১ (পটুয়াখালী-মির্জাগঞ্জ-দুমকি উপজেলা) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য দুইজন হেভিওয়েট প্রার্থীর মধ্যে কে হবেন ধানের শীষ প্রতীকের কান্ডারী এ নিয়ে সর্বত্র নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্খীসহ ভোটার সাধারণের মাঝে চলছে ব্যাপক আগ্রহ ও জল্পনা-কল্পনা এবং আলোচনা।

সম্ভাব্য প্রার্থীদের কর্মীরা নিজেদের পছন্দের প্রার্থীকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকসহ বিভিন্নভাবে প্রচার ও গুনকীর্তন করছেন। নেতাকর্মী থেকে সাধারণ ভোটার সবার দৃষ্টি এখন কেন্দ্রীয় বিএনপির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top