২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই রজব, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় সিরাতুন্নবী (সঃ) উপলক্ষে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি :

পবিত্র সিরাতুন্নবী (সঃ) উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত পৌর পূর্ব থানা শাখার মাদ্রাসা পাড়া ওয়ার্ডের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৩টা ৩০ মিনিটে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পাড়া ওয়ার্ড শিবির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম এবং সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি নাজমুস সালেহীন ফাহিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার সভাপতি, ইমরান হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “নবীজি (সঃ)-এর জীবনচরিত আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তা বাস্তবায়ন করতে হবে।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর পূর্ব থানা সেক্রেটারি জুবায়ের আহমেদ ও অফিস সম্পাদক উমায়ের আল রাজী।

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
কুইজ প্রতিযোগিতার মাধ্যমে নবীজির (সঃ) জীবন ও আদর্শ সম্পর্কে ছাত্রদের মাঝে সচেতনতা সৃষ্টি ও উৎসাহ প্রদান করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top