মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী ডোমারে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের পাঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার সময় তিন শিশু পুরাতন ছেরা মশারি নিয়ে মাছ ধরতে নদীতে যায়। এসময় পানিতে নেমে দুই শিশু মাছ ধরতে ধরতে নদীর গভীর গর্তে ডুবে যায়। তাদের সঙ্গে থাকা আরেক শিশু সিয়ামের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ডুবে যাওয়া শিশুদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক শিশু দুজনকে মৃত ঘোষণা করেন।
মৃত শিশুরা হলেন—কেতকীবাড়ি ইউনিয়নের তেলীপাড়া গ্রামের হানিফ সরকারের মেয়ে হুমায়রা (৬) এবং একই গ্রামের তাহেরুল ইসলামের ছেলে তৌফিক (৬)।
কেতকীবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “শিশুরা পরিবারের অজান্তে মশারি নিয়ে নদীতে মাছ ধরতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছে।”শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।