নিজস্ব প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের আগে মৌসুমীকে ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে দেখা গিয়েছিল বলে ক্যাম্পাস সূত্রে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের সঙ্গে তার একাধিক ছবি প্রচারিত হয়েছে।
অর্থনীতি বিভাগের ৫০তম আবর্তনের (২০২০-২১ সেশন) শিক্ষার্থী মৌসুমী ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনের পর থেকেই ক্যাম্পাসে পরিচিত মুখ হয়ে ওঠেন। পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমেও সক্রিয় ছিলেন।
জাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যেই উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া এবং পরবর্তীতে ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ায় মৌসুমীর প্রার্থিতা শিক্ষার্থীদের মধ্যে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। তিনি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে প্রার্থী হয়েছেন।
ছাত্রদলের নেতাদের দাবি, মেধাবী ও যোগ্য শিক্ষার্থীরা রাজনীতিতে আসায় ছাত্রসমাজের রাজনীতি আরও ইতিবাচকভাবে এগিয়ে যাবে।