নিজস্ব প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল তার ফেসবুক পেজে ভিপি নুরুল হক নুরের ওপর হামলার বিষয়ে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন— “ভিপি নুরুল হক নুরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ১ লাখ ৬২ হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন, ৮৪ হাজারেরও বেশি মন্তব্য এসেছে এবং ১৩ হাজারের বেশি শেয়ার হয়েছে।
এর মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মন্তব্য। তিনি প্রতিক্রিয়ায় লিখেছেন—
“প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার।যেই জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।”
হাসনাতের এই মন্তব্যের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। শুধু ওই মন্তব্যেই ১ লাখ ৩০ হাজারের বেশি প্রতিক্রিয়া জমা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নুরের ওপর হামলা নিয়ে যেভাবে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, তা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নতুনভাবে নাড়া দিচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপালটি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।