৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মহেশখালীতে ডজন খানেক হত্যা মামলার আসামী পলাতক অস্ত্রধারী আনছার আটক

মোহাম্মদ সোহরাব, মহেশখালী প্রতিনিধিঃ

জুলাই অভ্যুত্থানে শহীদ তানভীর ছিদ্দিকীর চাচা ব্যবসায়ী তোফাইল হত্যা সহ ডজন খানেক হত্যা মামলার আসামী, অস্ত্রধারী ও কোস্টগার্ডের অন্যতম সোর্স আনছার পুলিশের হাতে আটক।

২৯ আগস্ট শুক্রবার রাতে পর্যটন নগরী কক্সবাজার গুমগাছ তলা এলাকা থেকে জুলাই অভ্যুত্থানে মহেশখালীর একমাত্র শহীদ তানভীর ছিদ্দিকীর চাচা ব্যবসায়ী তোফাইল হত্যার আসামী, অস্ত্রধারী ও কোস্টগার্ডের অন্যতম সোর্স আনছারকে প্রযুক্তি ব্যবহার করে আটক করতে সক্ষম হয় মহেশখালী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ। তার বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে বলে সূত্র জানিয়েছেন।

কালারমারছড়া যুবদলনেতা নাজমুল হোছাইন জানান গত ২৪ আগস্ট রাতে তার নিরাপদ সহোদর ব্যবসায়ী তোফাইলকে নিজস্ব মাছের ঘের থেকে তুলে নিয়ে নৃশংসভাবে খুন করে তারা। ওই হত্যাকান্ড জড়িত ৩৬জনের নাম উল্লেখ করে মহেশখালী থানায় মামলা দায়ের করা হয়।

উক্ত মামলার অভিযুক্ত আটককৃত আনছার মহেশখালী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফের অন্যতম কিলার।

সম্প্রতি তার একটি আগ্নেয়াস্ত্রধারী ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এদিকে তার আটকের খবর ছড়ালে এলাকায় সৃষ্টি হয়েছে খুশির বন্যা। এতে প্রশংসায় ভাসছেন মহেশখালী থানা। তবে অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতারের অনুরোধ জানান এলাকাবাসী। তারা নিরাপদ, ব্যবসায়ী তোফাইল হত্যাকান্ডের সর্বোচ্চ শাস্তি কামনা করেন।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক জানান, আসামী যতবড় সন্ত্রাস বা ক্ষমতাসীন হউক না কেন তাদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top