৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুমকি উপজেলায়, ঐতিহ্যের ধারক, শিক্ষার বাতিঘর: চর-বয়েড়া মাধ্যমিক বিদ্যালয়।

জাকির হোসেন হাওলাদার, দুমকী পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, ​১৯২৬ সালে প্রতিষ্ঠিত চর-বয়েড়া মাধ্যমিক বিদ্যালয় কেবল দুমকি উপজেলার প্রথম বিদ্যাপীঠই নয়, এটি জ্ঞানের আলো ছড়িয়ে বহু মানুষকে আলোকিত করেছে। সূচনালগ্ন থেকে এই প্রতিষ্ঠানটি শিক্ষার মান বজায় রেখে চলেছে এবং সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়ায় নিজেকে নতুন করে সাজিয়েছে।
​বিদ্যালয়টির আধুনিক কাঠামো এর গৌরবের প্রতীক।

এর ছাদে রয়েছে হেলিপ্যাড, যা নিঃসন্দেহে একটি বিরল সুবিধা। এছাড়াও, বজ্র প্রতিরোধী রাডার ব্যবস্থা, আধুনিক ও স্মার্ট শ্রেণিকক্ষ, মানসম্মত হলরুম, পর্যাপ্ত শৌচাগার, এবং একটি আধুনিক কম্পিউটার ল্যাব এটিকে করে তুলেছে উপজেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান।

​২০২৬ সালে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি তার শতবর্ষ পূর্ণ করবে। এই শুভ মুহূর্তে, বাবুল সরদার একজন অভিভাবক হিসেবে প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে এর গৌরব পুনরুদ্ধার এবং শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের অঙ্গীকার করছি।

এই বিদ্যালয়কে তার অতীত ঐতিহ্যের ধারক এবং ভবিষ্যতের পথপ্রদর্শক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”চর-বয়েড়া মাধ্যমিক বিদ্যালয় ” উপজেলার প্রথম স্কুল।
প্রতিষ্ঠা লগ্ন থেকে আলো ছড়িয়ে আসা প্রতিষ্ঠানটি অনেককে মহান করার পাশাপাশি কাঠামোগত আধুনিকতার ছোয়ায় উপজেলায় এগিয়ে রয়েছে।
আধুনিক ভবনটি গৌরবের…
>>এর ছাঁদে রয়েছে হ্যালিপ্যাড ব্যবস্থা
>>বজ্র প্রতিরোধী রাডার সিস্টেম
>> আধুনিক ও স্মার্ট শ্রেণীকক্ষ
>>মানসম্মত হলরুম
>> পর্যাপ্ত শৌচাগার ও ওয়াটার বেশিন
>> একটি আধুনিক কম্পিউটার ল্যাব।
২০২৬ সালে প্রতিষ্ঠানটির ১০০ বছর পূর্ণ হবে।।
প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে একজন তরুন শিক্ষক হিসেবে ঐতিহ্যবাহী বিদ্যালয়টির গৌরব ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top