মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি:
ঢাকা: ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের মহানায়ক ও ছাত্র নেত্রী ভিপি নুরুল হক নূরের উপর সাম্প্রতিক সেনাবাহিনীর বর্বর হামলার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন ছাত্র অধিকার পরিষদের ঢাকা জেলা দক্ষিণের সভাপতি সাজ্জাদ আল ইসলাম। তিনি এই ঘটনায় আক্ষেপ জানিয়ে বলেন, আমরা মহানায়ককে রক্ষা করতে ব্যর্থ হয়েছি, যা আমাদের জন্য লজ্জার বিষয়।
ঘটনার সময় ছাত্র নেতা সাজ্জাদ আল ইসলাম এবং গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের নেতা তোফাজ্জল পুলিশি হামলার মুখে রাজধানীর একটি মিষ্টির দোকানে অবরুদ্ধ হয়ে পড়েন। একই সময়ে ঢাকা জেলা দক্ষিণের নেতাকর্মী শওকত মোল্লা, মিরাজ, মাঝি, শ্রমিক নেতা সোহেলসহ আরও অনেকেই পুলিশ ও সেনাবাহিনীর আক্রমণের শিকার হন।
এক প্রতিক্রিয়ায় সাজ্জাদ আল ইসলাম বলেন,
আমরা ভিপি নূরকে সেনাবাহিনীর ন্যাক্কারজনক হামলা থেকে রক্ষা করতে পারিনি। ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের মহানায়কের কাছে আমরা লজ্জিত। পুলিশ ও সেনাবাহিনী আমাদের মিষ্টির দোকানে অবরুদ্ধ রাখে, আর একই সময়ে ভিপি নূর ভাইয়ের উপর বর্বর আক্রমণ চালানো হয়।”
তিনি আরও বলেন,
নতুন বাংলার প্রেক্ষাপটে এসে এমন বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের প্রশ্ন হলো—এই অন্যায় ও নিপীড়ন, এই বর্বরতা আর কতদিন চলবে? আমরা দেশের মানুষকে সতর্ক করতে চাই—স্বাধীনতা ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো আজও আমাদের দায়িত্ব।”
সাজ্জাদ আল ইসলামের এই বক্তব্য ছাত্র অধিকার পরিষদের নেতা ও কর্মীদের মধ্যে ব্যাপক সমর্থন তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক এই হামলা দেশের গণতান্ত্রিক শক্তির জন্য এক বড় আঘাত, যা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের গুরুত্বকে আরও বৃদ্ধি করেছে।
চলমান এই পরিস্থিতিতে রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে দেশবাসীর ন্যায় ও স্বাধীনতার প্রতি দাবী আরও জোরদার হচ্ছে। ছাত্র অধিকার পরিষদও ঘোষণা করেছে, ভিপি নূরের উপর হামলার ঘটনায় দমন-পীড়নের বিরুদ্ধে তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।