৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুমকী উপজেলায়, মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গণধিকার পরিষদের আহবায়কের সাংবাদিক সম্মেলন

জাকির হোসেন হাওলাদার, দুমকী পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান( ভারপ্রাপ্ত) মোঃ হাফিজুর রহমান ফোরকান এর দূর্ণীতির প্রতিবাদ করায় উপজেলা গন অধিকার পরিষদের আহবায়ক মোঃ মুন্না জহিরের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন মুন্না জহির। তিনি এ অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান।

(২৮ আগস্ট) রাত ৯ টায় গন অধিকার পরিষদের উপজেলা কার্যালয়ে লিখিত বক্তব্যে এমন অভিযোগ করেন গন অধিকার পরিষদের আহবায়ক মোঃ মুন্না জহির।

‎‎তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর জাতীয় পার্টির মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ হাফিজুর রহমান ফোরকান বিভিন্ন রকম দূর্ণীতি ও অনিয়ম করেছেন। তার এসব অনিয়ম ঢাকতে আমিসহ গন অধিকার পরিষদের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। ২০২৪ সালে তিনি একটি রাস্তার ইট তুলে নিজ বাড়িতে নিয়ে যায়।

আমি তার অনিয়মের প্রতিবাদ করায় সে আমার ওপর ক্ষিপ্ত হয়। আমার বিরুদ্ধে অপপ্রচার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন।

‎‎এ বিষয়ে মুরাদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ফোরকান বলেন, মুন্না জহির বিভিন্ন সময় আমার কাছে অনৈতিক সুবিধা দাবী করে আসছিলো যা আমি পূরন করতে পারিনি তাই সে ক্ষিপ্ত হয়ে তার লোকজনসহ আমার ওপর হামলা চালায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top