মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:
ময়মনসিংহ বিভাগের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ন্যাশনাল কেস কমপিটিশন ২০২৫”-এর গ্র্যান্ড ফাইনাল। জেএকেএনআইইউ ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে এবং ‘Ghari’ ব্র্যান্ডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে।
চলতি সপ্তাহের রবিবার (৩১ আগস্ট ২০২৫) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ৩য় তলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ন্যাশনাল কেস কমপিটিশন ২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল রাউন্ড।যার উদ্দেশ্য হলো তরুণদের বিশ্লেষণী ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা ও ব্যবসায়িক চিন্তাশক্তিকে জাতীয় পরিসরে তুলে ধরা।
এযাবৎ পাওয়া তথ্য মতে, এই প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ডে অংশগ্রহণ করেছিল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক টিম। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে নির্বাচিত হয়েছে মাত্র ৬টি বিশ্ববিদ্যালয়ের ৬টি টিম, যারা ফাইনালে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে।
ফাইনালে জায়গা করে নেওয়া টিমগুলো হলো:
• Team Carry – ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ
• Team Metro – ব্র্যাক বিশ্ববিদ্যালয়
• Team J N YOU – জগন্নাথ বিশ্ববিদ্যালয়
• Team Backseat Drivers – বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)
• BBA Engineers – রাজশাহী ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
• Team Hattimatim Tim – জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ
আয়োজক কমিটির মতে,”এই প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য শুধু একটি প্রতিযোগিতা নয়; বরং এটি বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হওয়ার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।”
জানা যায়,এবারের প্রতিযোগিতায় মোট পুরস্কারের অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১ লক্ষ ১০ হাজার টাকা। বিজয়ীরা পাবেন আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা।
এছাড়াও গ্র্যান্ড ফাইনালে উপস্থিত থাকবেন দেশের নামকরা শিক্ষাবিদ, কর্পোরেট পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল রাউন্ড সম্পন্ন হবে এবং সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে