৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নুরের ওপর হামলার প্রতিবাদে ও জাপা নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে এ সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখা।

প্রতিবাদ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন জাতীয় নাগরিক পাটি (এনসিপি) নীলফামারীর নেতা-কর্মীরাও।

সমাবেশে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদ নীলফামারী জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন। এসময় বক্তব্য দেন—
এনসিপি জেলা শাখার প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ,এনসিপি জেলা শাখার সদস্য আখতারুজ্জামান,গণ অধিকার পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মনোয়ার হোসেন,জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এ কে উদার,জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ওমর ফারুক,জুলাই যোদ্ধা সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান,জেলা গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক সাদমান শাকিল।

বক্তারা বলেন, গত ২৯ আগস্ট রাতে ঢাকায় ভিপি নুরুল হক নুরের ওপর সংঘটিত হামলা সরকারের পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

এছাড়া বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে গণমানুষের আন্দোলন দমনে সহায়তাকারী শক্তি হিসেবে কাজ করছে। তাই ফ্যাসিস্ট সরকারের দোসর এ দলকে অবিলম্বে নিষিদ্ধ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে গ্রেফতারের দাবি তোলেন তারা।

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর হোসেন বলেন, “আমাদের নেতা ভিপি নুরের কিছু হলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে। নুর কোনো একদিনে তৈরি হয়নি। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের অন্যতম কারিগর ও গণমানুষের অধিকার আদায়ের সাহসী কণ্ঠস্বর।”

এর আগে জেলা শহরের বড়বাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গি মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশ শেষে হামলাকারীদের গ্রেফতার ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে দিতে মিছিল সহকারে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে যায় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top