ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছায় কাউরিয়া উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে । ২৯ আগস্ট ( শুক্রবার) সন্ধ্যা ৭ টায় কাউরিয়া মসজিদে আয়োজিত সভায় সকলের সম্মতিক্রমে সভাপতি মো : আবিদুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম কে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।এদের মধ্যে যারা রয়েছেন সহ – সভাপতি মাহাবুর রহমান (বাবু), আবু তালেব, মো : হাসান, সহ সেক্রেটারি মো : আরিফ হোসেন, মো: সবুজ হোসেন, এস আবু মুছা, কোষাধ্যক্ষ মো : রিয়াজ অফিস সম্পাদক শাহিনুর রহমান, প্রচার সম্পাদক জাহিদ হাসান, ক্রীড়া সম্পাদক মো : সবুজ হোসেন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মহিনুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মো : তাহাসিন।
কমিটিতে যারা সদস্য হয়েছেন তাদের মধ্যে মো : রাজিব, মো: সজিব, শেখ রাকিব হোসেন, মো : আবু সাঈদ। কমিটিতে উপদেষ্টা হয়েছেন খন্দকার আহদুল্লাহ, মোশারেফ হোসেন, শেখ নাসির উদ্দিন।
কাউরিয়া উন্নয়ন কমিটির সভাপতি মো : আবিদুর রহমান জানান, এ কমিটি মূলত যুবকদের সাথে নিয়ে করা হয়েছে। আমাদের কমিটি গঠনের মূল উদ্দেশ্য যুবকদের কে ভালো কাজে রাখা কারণ বর্তমানে তরুণেরা মাদকের সাথে বেশি সম্পৃক্ত এর সাথে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। আমরা চাই যুবকদের কে সকল অন্যায় কাজ থেকে দূরে রাখতে তারাই ধারাবিহকতায় আমাদের যুবকদেরকে উচ্ছাস্বিত করতে ঐক্যবদ্ধ ভাবে খেলাধুলায় বেশি পরিমাণে সম্পৃক্ত করবো । আমি আশা করি এ কমিটি তাদের কাজের মাধ্যমে এগিয়ে যাবে এবং সফলতা অর্জন করবে।
সভায় কাউরিয়া উন্নয়ন কমিটির সকল সদস্যবৃন্দ তারা ঐক্যবদ্ধ ভাবে সামাজিক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। যেকোনো অন্যায় -অত্যাচার কে রুখে দিতে প্রস্তুত আছে বলে তারা জানান।