৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটের শিয়ালখোয়া স্কুলে সূধী সমাবেশ অনুষ্ঠিত

রবিউল ইসলাম বাবুল, রংপুর প্রতিনিধি:

লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিয়ালখোয়া উচ্চ বিদ্যালয়ে এক বর্ণাঢ্য সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০আগষ্ট)দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষা অনুরাগীসহ-এলাকার বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিউজ ২৪ এর রংপুর বিভাগীয় প্রতিনিধি ও শিযালখোয়া এস,সি উচ্চ বিদ্যালযের নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম মানিক।

তিনি বলেন, আমি নতুন,আপনাদের সাথে থেকে এ স্কুলের শিক্ষার মান উন্নয়ন,বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন সহ-সকল কাজে আপনাদের সাথে নিয়ে করতে চাই। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশ নিয়ে আমাদের কে কাজ করতে হবে তাহলে এ স্কুল উপজেলার একটি আদর্শ ও মডেল স্কুলে পরিণত হবে।

উক্ত সূধী সমাবেশে অন্যন্য বক্তারা বলেন, শিয়ালখোয়া স্কুল দীর্ঘদিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। একে আরও আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষাবিদগণ বলেন বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এসময় বক্তারা নতুন প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে সমাজের সকল স্তরের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়, যা উপস্থিতদের মধ্যে আনন্দ ও স্মৃতিচারণার মধ্যে দিয়ে শেষ হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top