৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ন্যাশনাল ডিবেট ফেস্টে রানার্সআপ জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

সরকারি তিতুমীর কলেজ কর্তৃক আয়োজিত “শহীদ তিতুমীর স্মৃতি স্মারক জিটিসি ডিসি ১ম জাতীয় বিতর্ক উৎসব ২০২৫” এ রানার্সআপ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।

শনিবার (৩০ আগস্ট ) তিতুমীর কলেজে সমাপ্ত হয় দু’দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করেছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৪টি দল।

সেমিফাইনালে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিকে হারিয়ে চূড়ান্ত পর্বে উঠে জবি ডিবেটিং সোসাইটি। ফাইনালে মুখোমুখী হয় জবি ডিবেটিং সোসাইটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন।

দলের অন্যতম সদস্য ও ডিবেটিং সোসাইটির সাব-এক্সিকিউটিভ আহনাফ তাহমিদ শাফি বলেন, “চ্যাম্পিয়ন হতে পারলে অবশ্যই আরও ভালো লাগতো তবে সাফল্যে আমি আনন্দিত। জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির দলে ডিবেট করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করাটা অত্যন্ত গর্বের ও সৌভাগ্যের বিষয়।”

জেএনইউডিএস এর সাধারণ সম্পাদক মেহেদী হাসান দলের জন্য শুভকামনা জানিয়ে বলেন, “জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি সবমসময়ই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে খুব গর্বের সাথে রিপ্রেজেন্ট করে আসছে। বিশ্ববিদ্যালয়ে বিতার্কিকদের জন্য চলমান কার্যনির্বাহী কমিটি সর্বোচ্চ সুযোগ তৈরি এবং পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থার কাজগুলো করে যাচ্ছে। এই সাফল্যগুলো সেই ধারাবাহিক পরিশ্রমের ফলাফল এবং জুনিয়রদের জন্য অঅনুপ্রেরণা। দলকে অভিনন্দন।”

জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির হয়ে বিতর্ক করেন জেএনইউডিএস এর সভাপতি,
আইন বিভাগের মাঈন আল মুবাশ্বির। এছাড়াও গনিত বিভাগের মুনিব মুসান্না, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আহনাফ তাহমিদ শাফি। ডিবেটর অব দ্যা ফাইনাল হওয়ার গৌরব অর্জন করেন মাঈন আল মুবাশ্বির।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top