মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার আল্লাহ চত্বর থেকে শনিবার (৩০ আগস্ট ২০২৫) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর গণঅধিকার পরিষদের উদ্যোগে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই মিছিলের মূল উদ্দেশ্য ছিল ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর বর্বর হামলার প্রতিবাদ করা।
মশাল মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন কুমিল্লা জেলার সিনিয়র সহসভাপতি শাহজালাল সাদী। বক্তব্য রাখেন কুমিল্লা জেলার গণ অধিকার পরিষদ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জসীম উদ্দীন, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, এবং মুরাদনগর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো: জসিম মিয়া।
উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক রসিদ রানা, সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ, অর্থ সম্পাদক আমির হামজা, এবং যুব অধিকার পরিষদ জাহাপুর ইউনিয়ন সভাপতি মাইনাস ওয়ান (রাশেদ)।