১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পরশুরামে ভিন্নধর্মী আয়োজন, বৃত্তি ও উপহার পেল ২৫ শিক্ষার্থী

এম,এ,করিম ভুঁইয়া,পরশুরাম প্রতিনিধি:

পরশুরামে দ্য স্টুডেন্ট এসোসিয়েশন অব মালিপাথর’র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে এক ভিন্নধর্মী আয়োজন করেছে। শিক্ষার্থীদের দেওয়া হয়েছে মেডেল সনদসহ উপহার সামগ্রী।

শনিবার(৩০) আগস্ট সকালে উপজেলার চিথলিয়া ইউনিয়নের শালধর মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ে ‘রিচার্জ ইউর ব্রেইন,প্যারেন্টিং উইজডম’
স্লোগান নিয়ে ট্যালেন্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আয়োজন করে। জমকালো আয়োজনের এই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এলাকাবাসীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।২০২৪ সালের ডিসেম্বরে সংগঠনটির আয়োজনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় চিথলিয়া ইউনিয়নের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে। সেখান থেকে ২৫ জনকে বৃত্তি প্রদান করা হয়।

মিনহাজুল ইসলাম জনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক আবদুল হালিম মানিক। অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই আন্দোলনে শহীদ ইকরাম হোসেন কাউসারের পিতা মাওলানা আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন মোটিভেশনাল স্পিকার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আল আমিন রাসেল

সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম
ও পরীক্ষার ইন্সট্রাক্টর আবদুস সুবহান রনির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল হালিম,ব্রাইট ইন্টারন্যাশনালের
হেড অব বিজনেস মনিরুজ্জামান, প্রকৌশলী হাসান মাহমুদ, শাহজালাল ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দাউদুল ইসলাম,
পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান ও শালধর মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওহাব। আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সম্পাদক আবদুল্লাহ আল নোমান, ইনস্ট্রাক্টর আব্দুল হালিম সোহাগ নুর উদ্দিন জুয়েল প্রমুখ।

অনুষ্ঠানে চিথলিয়া ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ২৫ জন কৃতি শিক্ষার্থীকে মেডেল,সনদ,প্রাইজবন্ড ও স্কুল ব্যাগ উপহার হিসেবে তুলে দেন অতিথিবৃন্দ

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top