১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লেবুখালি টোল প্লাজায় পবিপ্রবি শিক্ষার্থীদের এগ্রি ব্লকেড

মোঃ ফাহিম,পবিপ্রবি প্রতিনিধি:

ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির প্রতিবাদে এবং কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা “এগ্রি ব্লকেড” কর্মসূচি পালন করেছেন।

রোববার (৩১ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১১টা থেকে লেবুখালি পায়রা টোল প্লাজা সংলগ্ন ঢাকা-পটুয়াখালী মহাসড়কে এ কর্মসূচি শুরু হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী এ সময়ে শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগান দেন এবং মহাসড়কে অবস্থান করেন। এতে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে আন্দোলনে কোনো সহিংসতা বা অরাজকতার ঘটনা ঘটেনি।

শিক্ষার্থীরা জানান, কৃষিবিদরা দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে নিরলস পরিশ্রম করলেও তাঁদের ন্যায্য দাবি দীর্ঘদিন অবহেলিত। সম্প্রতি ডিপ্লোমাধারীদের কিছু অযৌক্তিক দাবি উত্থাপনের কারণে কৃষিবিদ সমাজে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত তিন দফা দাবি হলো
১. কৃষিবিদদের জন্য সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করা।
২. কৃষিক্ষেত্রে ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবি বাতিল করা।
৩. কৃষিবিদদের পেশাগত উন্নয়ন, পদোন্নতি ও প্রণোদনা কাঠামো দ্রুত কার্যকর করা।

আন্দোলনরত শিক্ষার্থী লিমন বলেন, “আমরা কৃষির মাঠে কাজ করি, কৃষকের পাশে থাকি। অথচ আমাদের প্রাপ্য মর্যাদা দেওয়া হয় না। সরকার দ্রুত তিন দফা দাবি পূরণ না করলে আন্দোলন আরও কঠোর হবে।”

অন্য এক শিক্ষার্থী হাফিজুর বলেন, “ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির কারণে কৃষিবিদদের পেশাগত মর্যাদা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা তা মেনে নেব না।”

এ সময় পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন এবং যানবাহন চালকদের ভোগান্তি কমাতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তবে কোনো সংঘর্ষ বা বলপ্রয়োগ হয়নি।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top