মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে সরকার নলছিটি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে রবিবার( ৩১ আগস্ট) সকাল এগারোটায় এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিল সকাল এগারোটায় সরকারী নলছিটি ডিগ্রি কলেজ গেট থেকে শুরু হয়ে দলীয় স্লোগানসহ শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে পূনরায় কলেজ গেট এসে সমাপ্ত হয়।
এসময় মিছিলে নেতৃত্ব দেন সরকারী নলছিটি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সভাপতি কে এম নাইম হিমেল,সাধারণ সম্পাদক রাকিব আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. জোবায়ের তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজী ও সাংগঠনিক সম্পাদক রাতুল সিকদার।
মিছিল শেষে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জাতীয়বাদী ছাত্রদলকে শক্তিশালি করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন।