মোঃ বাদশা প্রমানিক, নীলফামারী প্রতিনিধি:
ডিমলায় ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রবিবার (৩১আগস্ট)সকাল ১১ টায় ডিমলা উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ কাযক্রম উদ্ভোধন করেন, নীলফামারী জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ ও নবাগত সহকারী কমিশনার (ভূমি)মো: রওশন কবির।
এসময় অবমুক্তকরণ কাযক্রমে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ)মীর হাসান আল বান্না,উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ উপজেলা সমবায় অফিসার জাহিদুল আলম,
সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ পুকুর,উপজেলা ভূমি অফিস পুকুর, আরবিআর সরকারি উচ্চ বিদ্যালয় পুকুর, ডিমলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পুকুর, চুদেগা চাপানি আশ্রয়ন প্রকল্পের পুকুর, বিভিন্ন মসজিদ মাদ্রাসার পুকুর, ডাঙ্গারহাট মৎস অভয়াশ্রম সহ ২০টি জলাভূমি/বর্ষাপ্লাবিত ধানক্ষেত/প্লাবনভূমি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪০০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।