১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লাঞ্ছিত ইমাম: সুষ্ঠু সমাধানে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ

মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি :

শনিবার ৩০ আগস্ট ২৫ ইং সকাল ৯ টায় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়ন কামারচর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা কবির হোসাইন এর গালে চপোটাঘাত দিয়ে লাঞ্ছিত করার কারণে এতে দুঃখ প্রকাশ করেন মসজিদ কমিটি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শনিবার (৩০ আগস্ট) বাদ আসর ঐ মসজিদের সামনে খোলা মাঠে বিচার (সালিশ ) বৈঠক হয়।
এলাকার সকল প্রকার শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মোঃ নাদিরুজ্জামান নাদু মিয়ার ছেলে মোঃ আক্তার হোসেনকে জুতাপিটে করে ইমাম সাহেবের পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য করান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় ছেলে মোঃ আক্তার হোসেনের পক্ষ হয়ে তার বাবা মোঃ নাদিরুজ্জামান নাদু মিয়াও ঐ মসজিদের ইমাম মাওলানা কবির হোসাইন এর নিকট নিঃশর্ত ক্ষমা চান। ইমাম সাহেবের পরবর্তী নিরাপত্তার জিম্মাদার নিয়েছেন মসজিদ কমিটি।

এ সময় বক্তব্য রাখেন মোঃ নাসির উদ্দিন নয়ন ,ডা. মাহবুব আলম, মোঃ কামাল উদ্দিন ,মোঃ খলিলুর রহমান মেম্বার ,মোঃ সাদেকুর রহমান সরকার,মোঃ বাছির উদ্দিন মেম্বার ও মোঃ কবির হোসেন মেম্বার প্রমুখ।

সালিশ বৈঠকে বক্তারা বলেন, গত তিন দিন আগে মক্তবে ওই মসজিদের ইমাম মাওলানা কবীর হোসাইন একটি ছাত্রকে শাসন করতে গিয়ে বেত্রাঘাত করাকে কেন্দ্র করে গতকাল শনিবার (৩০ আগস্ট) সকাল ৯ টার দিকে মসজিদের ইমাম মাওলানা কবির হোসাইন বাড়িতে যাওয়ার পথে ঐ এলাকার মোঃ নাদিরুজ্জামান নাদু মিয়ার ছেলে মোঃ আক্তার হোসেন ইমাম সাহেবের সাথে বাক বিতন্ডায় লিপ্ত হয়ে উত্তেজিত অবস্থায় সমাজের অসংখ্য পুরুষ ও মহিলার সামনে ঐ মসজিদের ইমাম মাওলানা কবির হোসাইন এর গালে চপটকার করেন।

যার একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশের সর্বস্তরের জনসাধারণের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয় । এলাকাবাসীও এতে লজ্জিত হোন।

এ বিষয়টি স্থানীয় ওলামায়ে কেরামদের নজরে পড়লে স্থানীয় ওলামায়ে কেরামগন তাৎক্ষণিক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করে একটি সুষ্ঠু সমাধান ও ন্যায়বিচার দাবি জানান । তাই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গতকাল বাদ আসর ওই মসজিদের সামনে খোলা মাঠে বিচারের উদ্দেশ্যে (সালিশ) বৈঠক আহ্বান করেন। স্থানীয় ওলামায়ে কেরামদের আন্তরিক প্রচেষ্টা ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সৎ ইচ্ছা,সকল প্রকার শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ও মহান আল্লাহর অশেষ রহমতে ইনসাফ ভিত্তিক একটি সুষ্ঠু সমাধান হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মুফতি উসমান গনি, মাওলানা ফরহাদ হোসাইন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা নাজমুল হাসান রব্বানী, মাওলানা বায়জিদ আহমদ , মাওলানা শামিম আহমদ ,মাওলানা আব্দুল হান্নান,হাফেজ মাওলানা আশিকুর রহমান,মাওলানা আক্তার হোসেন, মাওলানা রাকিবুল ইসলাম ও হাফেজ মাওলানা সাইদ আহমদ সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top