জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকী উপজেলার মুরাদীয়া আজিজ আহমেদ ডিগ্রি কলেজে দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে কলেজ অডিটোরিয়ামে এক পরিচিতি সভা আয়োজন করা হয়।
সকাল ১০টায় কলেজ ক্যাম্পাস থেকে মিছিল শুরু হয়ে মুরাদিয়ার বোর্ড অফিস বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসে এসে শেষ হয়। কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মমিন মৃধা, সিনিয়র সহসভাপতি হাসিবুল ইসলাম তুহিন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব হোসেনের নেতৃত্বে নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
মিছিলে ছাত্রদলের উচ্ছ্বাসপূর্ণ স্লোগান “এসো নবীন দলে, ছাত্রদলের পতাকা তলে” পরিবেশ মুখরিত করে। পরিচিতি সভায় নবগঠিত সভাপতি মমিন মৃধা বলেন, “আমাদের কমিটি ক্যাম্পাসে মাদক, সন্ত্রাস ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় এবং ছাত্রসমাজের অধিকার রক্ষায় কাজ করবে।”
কলেজ অধ্যক্ষ মোঃ আহসানুল হক উপস্থিত শিক্ষক, কর্মচারী ও নেতৃবৃন্দকে বলেন, “ছাত্ররাজনীতি শিক্ষার্থীদের নেতৃত্ব গুণাবলী বিকাশে সহায়ক। তবে শিক্ষার মান বজায় রেখে এবং সুশৃঙ্খলভাবে সকল কার্যক্রম পরিচালনা করা উচিত।